আমাদের ভারত, ব্যারাকপুর, ১ নভেম্বর : উত্তর ২৪ পরগনার ঘোলা থানার অন্তর্গত ১ নম্বর বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ উত্তর যোগেন্দ্রনগরে রাস্তার ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়াল। দেহটি ক্ষতবিক্ষত অবস্থায় স্ল্যাব চাপা দেওয়া ছিল।
মৃত যুবকের নাম জানা গেছে লক্ষ্মীকান্ত বিশ্বাস (৩২)। সে পেশায় রাজমিস্ত্রীর কাজ করত। স্থানীয় বাসিন্দারা আজ সকালে তার মৃতদেহ দেখতে পায়। রাস্তার ধারে সিমেন্টের স্ল্যাব চাপা অবস্থায় রক্তাক্ত ওই দেহটি দীর্ঘক্ষণ পড়ে ছিল। স্থানীয় বাসিন্দারা ওই দৃশ্য দেখে সাথে সাথে খবর দেয় ঘোলা থানাতে। পুলিশ পৌঁছে উদ্ধার করে মৃতদেহটি।
জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম লক্ষীকান্ত বিশ্বাস, সে ঘোলা থানা অঞ্চলের বাসিন্দা। এই ঘটনায় সাথে সাথেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যোগেন্দ্র নগর অঞ্চল জুড়ে। স্থানীয় বাসিন্দা দিলীপ বিশ্বাস জানান, “লক্ষ্মীকান্ত রাজমিস্ত্রির কাজ করতেন। তবে তার কোনও শত্রু ছিল বলে জানা নেই। এমনকি রাস্তায় চলাচলের সময় কারো সাথে খুব একটা কথা বলত না সে।”
নিহতের দাদা নিহার বিশ্বাস জানালেন, “গতকাল রাতে আমার সাথে দেখা করে ও দিদির বাড়ি যাবে বলে চলে যায়। যাওয়ার পথেই বেশ কয়েকজন মিলে ওকে মারধর করলে ও মারা যায়। একা কারুর পক্ষে ভারী সিমেন্টের স্ল্যাব চাপা দিয়ে খুন করা সম্ভব নয়। এই ঘটনায় ৪/৫ জন জড়িত থাকতে পারে। তবে কি কারণে এই ঘটনা তা বুঝতে পারছি না। ওর কারুর সঙ্গে ঝগড়া ঝামেলা ছিল না।” ঘোলা থানার পুলিশ মৃত যুবকের দেহ ময়না তদন্তে পাঠিয়েছে। এই ঘটনায় ঘোলা থানার পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।