আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩০ আগস্ট: ফের রাজ্যে এক করোনা যোদ্ধা বিডিওর মৃত্যু ঘটল। করোনা সংক্রমণে প্রয়াত হলেন নওদা ব্লকের বিডিও কৃষ্ণ চন্দ্র দাস।
নওদা ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক হিসাবে কর্মরত ছিলেন কৃষ্ণ চন্দ্র দাস। নওদা ব্লকে করোনা আবহে পাশে থেকে সাধারণ মানুষকে পরিষেবা প্রদান করছিলেন তিনি। করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন কৃষ্ণ চন্দ্র দাস।
কলকাতা একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। কৃষ্ণ চন্দ্র দাস- এর আত্মার চির শান্তি কামনা করে এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন ও বহরমপুর লোকসভার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

