পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি: কলকাতায় আই-প্যাকের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হানার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার মেদিনীপুর শহরের তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় নান্নুর চক থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়।

মিছিলটি নান্নুর চক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ পথ বটতলার চক, গোলকুঁয়ার চক ও স্কুল বাজার পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী তৃণমূল কর্মী সমর্থকরা কেন্দ্রের বিজেপি সরকার এবং ইডির বিরুদ্ধে তীব্র ধিক্কার ও স্লোগান তোলেন। তাঁদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্যের বিরোধী কণ্ঠ রোধ করতেই বারবার কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে।
এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল চৌধুরী, মহিলা তৃণমূল কংগ্রেসের শহর সভানেত্রী মৌ রায়, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি-সহ দলের একাধিক জেলা ও শহর স্তরের নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মীবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃত্বরা বলেন, কেন্দ্রের বিজেপি সরকার গণতন্ত্রকে ধ্বংস করার উদ্দেশ্যে ইডি ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমে লড়াই চালিয়ে যাবে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।

