এই অবস্থা থেকে মুক্তি পেতে সঙ্কটমোচন হনুমানজি’কে শরণ করতে বললেন রাহুল সিনহা

নীল বনিক, আমাদের ভারত, ৮ এপ্রিল: সঙ্কটজনক অবস্থা থেকে মুক্তি পেতে হনুমানজির শরণ নিতে বললেন রাহুল সিনহা। বুধবার রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় পালন হয় হুনুমান জয়ন্তী উৎসব। তবে বর্তমান সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই হনুমান জয়ন্তী পালন করার কথা জানালেন রাহুল সিনহা।

রাহুল সিনহা বলেন, আজ দেশের অনেক জায়গায় হনুমান জয়ন্তী পালন হচ্ছে। মানুষ করোনা নামক দস্যুর হাত থেকে রক্ষাপেতে পবনপুত্রের স্মরন করবেন। তবে তা সামাজিক দূরত্ব মেনে করতে হবে। পাশাপাশি করোনা নিয়েও মানুষের সচেতনতা প্রয়োজন বলে জানান তিনি। পবনপুত্র হনুমানজি রামচন্দ্রকে সঙ্কটমোচন থেকে উদ্ধার করেছিলেন। তাই এই দু:সময়ে তাঁর প্রতি আস্থা রেখে হনুমান জির নাম স্মরন করার কথা জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *